মালদা

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য অষ্টম, নবম ও দশম স্থানে মালদা জেলার তিন ছেলে

অরিন্দম সাহা। এবারে মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য অষ্টমস্থান অধিকার করেছে। সে মালদা অক্রুরমনি করনেশন ইন্সটিটিউশন হাই স্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮২। ইংরেজবাজার শহরের বিনয় সরকার রোডে তাঁর বাড়ি। ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল অনেকটাই বেশী। স্কুলে বরাবরই ভালো রেজাল্ট করত। ভবিষ্যতে পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষনা করতে চায় সে। ফেসবুক করতে ভালোবাসে অরিন্দম। 

এদিকে পুরাতন মালদার সায়ন্তন চৌধুরী এবারের মাধ্যমিক পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে। সে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮১। আগামীতে চিকিৎসক হতে চায় এই সায়ন্তন। ক্রিকেট খেলতে ভালোবাসে সে।

অরিত্র সরকার। এবারে মাধ্যমিকে দশম স্থান আধিকার করেছে সে। মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৮০। বই পড়া তাঁর নেশা। আগামীতে আইআইটিতে পড়াশোনা করতে চায় সে। 

এবিষয়ে  অরিত্র সরকার জানিয়েছেন, নিজের ইচ্ছে অনুসারে পড়াশুনো করতেন। গৃহশিক্ষক ছিল ৫ জন। ভালো ফল হওয়ায় খুশি তিনি। পড়াশুনোর পাশাপাশি কবিতা লিখতে, ছবি আঁকতে ভালোবাসেন। ভবিষ্যতে আই.টি তে পড়াশুনো করে অংক নিয়ে এগোতে চান বলে জানান তিনি। 

এবিসয়ে  সায়ন্তন চৌধুরী জানিয়েছেন, ভালো ফল হওয়ায় খুশি তিনি। তিনি নিয়ম মাফিক পড়াশুনো করতেন না, যখন ইচ্ছা হত পরতে বসতেন। দিনরাত মিলিয়ে প্রায় ৬-৭ ঘণ্টা পড়তেন। ভবিষ্যতে তিনি মেডিক্যাল নিয়ে পড়ে সাধারণ মানুষের সেবা করতে চান বলে জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/E51jWsNooSg